পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । 8ન્જ নীরবে শিবির-শ্রেণী শোভিছে কেবল, ধবল-বালুক-স্ত,প যথা সিন্ধু-তীরে ; অথবা গোগ্ৰহক্ষেত্রে যেমতি কৌরব, সম্মোহন-অস্ত্রে যবে মোহিল পাণ্ডব । % জগত-ঈশ্বরী নিদ্রা, শাস্তির আধার, সিংহাসন-চু্যত আজি পলাশি-প্রাঙ্গণে ; মানব-নয়ন-রাজ্যে নাহি অধিকার, বিষাদে ভ্ৰমিছে আজি এই রণাঙ্গনে । অজ্ঞাতে, অদৃশু করে, প্রেম-পরশনে, করে ঘদি নির্মীলিত কাহাবো নয়ন ; প্রহরীর পদ-শব্দে; পবন-স্বননে, চকিতে অভুক্ত তঞ্জা ভাঙ্গে সেইক্ষণ । ভয়, মানবের সুখ-সম্ভোগ বিনাশি, । ভীষ্ম-শরশয্যা আজি করেছে পলাশি ! ميg t গভীর নীরব এবে নবাব-শিবির। দাস দাসী কক্ষে কক্ষে জাগিছে নীরবে । কেবল জলিছে দীপ বহিছে সমীর, সশঙ্কিত চিত্তে যেন সরু সর রবে । , ঘন ঘন নবাবের মলিন বদনে বিকশিছে স্বেদ-বিন্দু উৎকট স্বপন । পর্য্যস্ক উপরে বলি বিষাদিত্ত মনে শাস্তু অশ্রুমুখী সেই রমণীৰতন । রুমালে কোমল করে সেই স্বেদজল , নীরবে কাদিয়া রাণী মুছিছে কেবল ।