পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* e. নবীন চক্সের গ্রন্থাবলী। দিবানিশি কাদি নাথ ! বসিয়া বিরলে, পশিন সম্মিতমুখে সঙ্গিনী-সমাজে । প্রবেশি কথন যদি, মরি খেদে, লাজে, যারে চাহি বোধ হয় সেই যেন বলে মনে মনে,—“ইনি কেন এলেন হেথায়, পতিহার কুবাতাস লাগাইতে গায় ?” অমনি মলিন মুখে নিরখি ধরায়, ঝরে নয়নের জল, না দেখি কোথায় । 6 २ খেলিত সতত যেই হাসি মনোহর, প্রণয়পীযুষে মাথা, সুন্দর, সরল, তরল সুবর্ণপ্রায়, নয়নযুগল উজ্জ্বলিয়া নীলালোকে, রঞ্জিয় অধর, ঢেকেছে বিষাদ-মেঘে বদনমণ্ডল, লুকায়েছে সেই হাসি ; জলদনয়ন বর্ষিতেছে অনিবার, বরিযার জল ; কেমনে বিদ্যুৎ হাসি ভাসিবে এখন ? 霊ぐ) তেয়াগিতে শরশয্যা নাহিক শকতি, উঠিতে দুৰ্ব্বল দেহ কঁপে থর থর, দীন নেত্র, হীন চিত্ত, ক্ষীণ কলেবর, নিদাঘ অনলে শুদ্ধ লতিকা যেমতি। মাটিতে রাখিয়া বুক, রাখিয়া বদন, কহি বসুধার কাণে দুঃখ-সমাচার সমুদ্র সমান মম মনের বেদন, ধরা বিনা কে ধরিলে ? কে শুনিবে অার ?