পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سوا مواجع নবীনচন্দ্রের গ্রন্থাবলী । 8 సె " প্রেমপুর্ণ স্থির নেত্রে, আনত বদনে, চেয়ে আছে বিষাদিনী পতিমুখ পানে । বিলম্বিত কেশরাশি, আবরি অননে পড়িয়াছে পতিবক্ষে, শয্যা উপধানে । এক ভুজবল্লী শোভে পতি-কণ্ঠতলে, অন্ত করে মুছে নাথ-বদন-মণ্ডল ; থেকে থেকে তিতি বামা নয়নের জলে, প্রেমভরে পতিমুখ চুম্বিছে কেবল । মুছাইতে স্বেদবিন্দু বামার নয়ন • অমর-দুৰ্ল্লভ অশ্র করিছে বর্ষণ ! (3 о নির্জন কাননে বসি জনকনন্দিনী, --নিদ্রিত রাঘবশ্রেষ্ঠ-উরু-উপধানে— ফেলেছিল যেই অশ্রু সীতা অভাগিনী, চাহি পথশ্রশস্ত পতি নরপতি পানে ; অথবা বিজন বনে, তমসা নিশীথে, মুত পতি লয়ে কোলে সাবিত্রী ছুঃখিনী, ফেলেছিল ষেই অশ্রু ; এই রজনীতে ফেলিতেছে সেই অশ্র এই বিষাদিনী । তুচ্ছ বঙ্গ-সিংহাসন ! এই অশ্রুতরে তুচ্ছ করি ইন্দ্রপদ অম্লান অস্তরে । & S. এ দিকে ক্লাইব নিজ শিবিরে বসিয়া, জাগরণে, ব্যস্ত মনে, কাটিছে রজনী ঃ