পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । 3వ లీ وية “প্রিয়ে ! কেরোলাইন আমার ! এই ছিল সারা নিশি তমসা রজনী ; এই মাত্র সুধাকর ববষি বিমল কর, বুলি কিরণজালে সকল সংসার । , হায় ! এ বিষাদ দীর্ঘ বিচ্ছেদের পরে, তব রূপ নিরুপম, অtধার হৃদয় মম, আলোকিবে পুনঃ কি এ জনমে আবার ? প্রিয়ে ! কেরোলাইন আমার ! “প্রিয়ে ! কেরোলাইন আমার ! কিংবা কালি,--ভেবে বুক বিদরিয়া যায় !— কালি ওই রণাঙ্গনে, অভাগার স্থনয়নে, সেইরূপ—এই আশা—হইবে আঁধার ? তবে অশ্রুসিক্ত তব ক্ষুদ্র চিত্ৰখনি রাখিয়া হৃদয়ে পরে, মরিব প্রণয়ভরে, জন্মের মতন আহা ! ডাকি একবার,— প্রিয়ে! কেরোলাইন আমার !

  1. § ;# #*

“প্রিয়ে কেরোলাইনা আমার ! যায় নিশি,—এই নিশি-প্রেস্থলি ! আবার,