পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । । 3 పె6t শাস্তোজ্জল কররাশি চুম্বিয়া অবনী, প্রবেশিল আম্রবনে ; প্রতিবিম্ব তার । শ্ৰেতমুখ-শতদলেঞ্জলি ক্ষরি । ক্লাইবের মনে হ’ল স্ফৰ্ত্তির সঞ্চার । সিরাজ স্বপ্নস্তে রবি করি দরশন, ভবিল এ বিধাতার রক্তিম নয়ন ।

    • ૨ :*

নীরবে পোহুলি নিশি ; নীরব সকল ; রণক্ষেত্রে একবারে না রহে বাতাস ; . একটি পল্লব নাহি করে টলমল ; , , একটি যোদ্ধার আর নাহি বহে শ্বাস *ি শকুনি, গৃধিনী, কাক, শালিকের দল, নীরবে বসিয়া স্থির শাখার উপরে । দূরে নীল গঙ্গা এবে শাস্ত অচঞ্চল ; একটি হিল্লোল নাহি কঁপে সরোবরে । রণপ্রতীক্ষায় স্থির পলাশি-প্রাঙ্গণ, প্রলয় ঝড়ের পূৰ্ব্বে প্রকৃতি যেমন ।

  • বৃটিশের রণবাদ্য বাজিল অমনি ।

কঁপাইয় রণস্থল, কঁপাইয়া গঙ্গাজল, কঁপাইয়া আম্রবন উঠিল সে ধ্বনি । নাচিল সৈনিক-রক্ত ধমনীভিতরে, মাতৃকোলে শিশুগণ, করিলেক অক্ষালন, উৎসাহে বসিল রোগী শব্যার উপরে ।