পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । (? “সেই সে ইংলগু আজি হইল উদয়, ভারত-অদৃষ্টাকাশে স্বপনের মত । এই রবি শীঘ্র অস্ত হইবার নয় ; কখনো হইবে কি মা, জনে ভবিষ্যত, এক দিন,–ছুই দিন,—বহুদিন আর, কাষ্ঠপুতুলের মত অভাগী যবন, বঙ্গ-রঙ্গভূমে নাহি করিবে বিহার ; কলস্কিত করিবে না বঙ্গ-সিংহাসন । মাজি, নহে কালি, কিংবা দুই দিন পরে, অবশ্য যাইবে বঙ্গ ইংলগুেরু করে । اپريل “কি ক্ষণে উদয় আজি হইলে তপন । কি ক্ষণে প্রভাত হ’ল বিগত শৰ্ব্বরী ! অধারিয়া ভারতের হৃদয়-গগন, স্বাধীনতা শেষ আশা গেল পরিহরি } কলনের অবনতি করি দর্শন, নিরপিয়া মহারাষ্ট্র গৌরব বৰ্দ্ধিত, কোন হিন্দুচিত্ত নাহি,-নিরাশাসদন— হয়েছিল স্বাধীনতা আশায় পূরিত ? কিন্তু তব অন্ত সনে, ৰুি বলিব আর, সেই আশাজ্যোতিঃ আজি হইবে অ ধার ! “নিতান্ত কি দিনমণি ডুবিলে এবার, ডুবাইয় বঙ্গ আজি শোক-সিন্ধু-জলে ।