পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫১২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । লুকাও ধবনমুখ দুঃখে অবনত । আবরিত কর শীঘ্র এই রণস্থল । রাশি রাশি অন্ধকার করি বরিষণ, লুকাও অভাগাদের বিকৃত বদন । to o “কালি সন্ধ্যাকালে এই হতভাগীগণ,-- অহঙ্কারে স্ফীতবুব রমণীমণ্ডলে । কালি নিশিযোগে লয়ে রমণীরতন আমোদে ভাসিতেছিল মন-কুতূহলে । প্রভাতে সমরসাজে সাজিল সকল, মধ্যাহ্নে মাতিল দৰ্পে কালান্তকরণে ; ন ছুইতে প্রভাকর ভূধর-কুন্তল, সায়াহ্নে শায়িত হ’ল অনস্ত শয়নে । বিপক্ষ, বান্ধব, অশ্ব, অশ্বারোহিগণ, একই শয্যায় গুয়ে ক্ষত্রিয় যবন ! $ >> “আসিলে যামিনী দেবী যে বঙ্গ-ভবন, আমোদে পূর্ণিত হ’ত, সঙ্গীত-হিল্লোল উথলিত ব্যাপী ওই সুনীল গগন, আজি সে বঙ্গেতে স্বধু রোদনের রোল ! পতিহীন, পুত্রহীন, ভ্রাতৃহীন নারী, ভ্রা তার বিয়োগে ভ্রাতা, করে হাহাকল্প ; বজ্ৰসম পুত্ৰশোক, সহিতে না পারি, কঁদে কত পিতা ভূমে হয়ে দীর্ঘাকার । আজি অন্ধকার-পূর্ণ বঙ্গের সংসার কোন ঘরে নাই ক্ষীণ আলোক-সঞ্চর ।