পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। @ >& করাল কলের গর্ভে, বিস্কৃতি-অলয়ে, অচিরে যবনরাজ্য হইবে স্বপন । পুনৰ্ব্বার যবনিকা উঠিবে যখন , প্রবেশিবে অভিনব অভিনেতৃগণ । > * “আজি উচ্ছ্বসিত মনে হ’তেছে স্মরণ, অঙ্কে অঙ্কে এই দীর্ঘ অভিময় কালে, কত মুখ, কত দুঃখ, কত উৎপীড়ন, লিথিয়াছিলেন বিধি ভারত-কপালে ! দুঃখিনীর কত অশ্রু, হায় । অনিবার ঋরিয়াছে প্রিয়তম তনয়ের তরে ; কত অত্যাচার, হায় ! কত অবিচার সহিয়াছে অভাগিনী পষণ অস্তরে । এখনো শীর কঁপে স্মরি অত্যাচার, করাল-কৃপাণ-মুখে ধৰ্ম্মেবস্তির। $ty কিন্তু বৃথা,--নাহি কাজ সুদীর্ঘ কথায় জানি আমি যবনের পাপ অগণিত ; জানি আমি ঘোরতর প'পের ছায়ায় প্রতি ছত্রে ইতিহাস আছে কলঙ্কিত । আছে,—কিন্তু হায় ! এই কলঙ্কসাগরে, ছিল না কি স্থানে স্থনে রতননিচয় চিরোজ্জল ! ইতিহাসে রক্ষিত অাদরে ? ছিল কি সম্রাট মাত্র সম নৃশংসয় ? পাপী আরঙ্গজী , আল্লাউদ্দিন পামৰ, ছিল যদি, ছিল না কি বাবর, আকৃবর ?