পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ෙද් \e কালি “দিদি দিদি" বলি ডাকিবে যখন, কাতরে “কি দিদি" আমি বলিব না আর ; জীবনযামিনী আজি পোহাবে আমার, ভাঙ্গিয়াছে প্রিয় সখি ! প্রণয়স্বপন । অরুণ খুলিবে যবে পূৰ্ব্বাশার দ্বার, অনন্ত জীব-দ্বার খুলিব তখন ; জানি আমি কত দুঃখ হইবে তোমার, } কিন্তু সখি ! কি করিব ললাট-লিখন । সাগরে – ډ ئ؟ পরম মাদরে, অন্তরে আমার, রোপিণ্ড প্রণয় লতা , , k বিষময় ফল, ফলিল এখন, বাসনা হইল বৃথা । * স্কুড়াতে জীবন, • শীতল ছায়ায় t বসিয়ু মনের স্বখে, কে জানিত হয় । কোটর হইতে - ভুজঙ্গ দংশিবে বুকে ? সখিরে ! কি কব করম কথা ? প্রণয় ভাবিয়া, পাষাণ হৃদয়ে চাপিয়া, পাই ব্যথ। । কুসুম-কলিকা, ঞ্জিনিয়া বালিকা ছিলাম যখন সই ! প্রণয় কেমন, * জানি নাই আমি, শৈশব আমোদ বই।