পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

蛇及8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী রাজপ্রাসাদের সজ্জা, নর নবাবের নূতন সভার শোভা,—আমোদভাণ্ডার ! দেখিতে শুনিতে ওই দর্শক অশেষ দীর্ঘ স্রে তে রাজদ্বারে করিছে প্রবেশ । リア 净 সম্মুখে বিচিত্র সভা আলোক খচিত, অমরাবতীর শোভা সৌরভে পূরিত । লিগত বিপ্লবে হায় ! করেনি কিঞ্চিৎ রূপস্তর,—সেই রূপ আছে স্থসজ্জিত । সেই রঙ্গভূমি, সেই আলোকের হার, সেই সজ্জা, সেই শোভা, সেই সভ্যগণ ; সেই বিলাসিনীবৃন্দ করিছে বিহার , , সেই রাজছত্ৰদও, সেই সিংহাসন । সেই নৃত্য, সেই গীত, রয়েছে সকল ; হয় । সে সিরাজদৌলা নাহি কি কেবল 3) মিরজাফরের আজি সার্থক জীবন ; ভূতলে ঘূনী স্বৰ্গ আজি অমুভব । যেই সিংহাসনছায়া অ ধারে তখন ছিল লুকাইয়া, আজি—হায় ! অসম্ভব— সেই মিরজাফরের সেই সিংহাসন ! স্তবকে বেষ্টিত হয়ে ব’সে সভাতলে, অহিফেনে সঙ্কুচিত যুগলনয়ন ; হৃদয় করিছে স্ফীত চাটুকার দলে । প্রাচীন-বয়সে শ্লথ শ্রবণবিবরে, ঢালিছে কোকিলকণ্ঠ কামিনী কুহরে