পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। ○ R& So বিমল সঙ্গীত-মুধা ; নাচিছে আবার সঙ্গীতের তালে তালে ওই বিনোদিনী, নাচে যথা, শুনি প্রাতে কোকিলঝঙ্কার, কাননে গোলাপ, কিংবা সলিলে নলিনী । তাৰূলে রঞ্জিত রক্ত অধরযুগলে . ভাসিছে মোহিনী হাসি ; এই হাসি হায় ! —রে মিরজাফর মত্ত কামিনীকৌশলে — তুষিয়াছে রাজাচুত সিরাজদ্দৌলায় । তুমি রাজ্যভ্রষ্ট পুনঃ হইবে যখন, তব শক্র অভিষেকে হাসিবে তেমন ।

  • >

সেই নৃত্যগীতে মিরজাফরের মন নহে মুগ্ধ ; নহে মুগ্ধ হাসিতে বামার ; স্তাবকের স্তুতিবাদে হইয়া মগন, তোষামোদপার্বারে দিতেছে সাতার । కణ কথা-পলাশির যুদ্ধ ; স্তাবকসকলে ،ںবর্ণিছে কেমনে রণে নব বঙ্গেশ্বর লভিয়াছে সিংহাসন বলে ও কৌশলে । ইহাদের স্তুতি হলে সত্যের আকর, ইতিহাসে ক্লাইবের হইত নিশ্চয়, মিরজাফরের সনে স্থানবিনিময় । ૪૨ স্তাবকের স্তুতিবাদে, রে মুখ যবন ! ষত ইচ্ছা স্ফীত কেন কর না হৃদয়,