পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3ra と s. নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সঙ্গীতের তালে ওই নর্তকী যেমন নচিতেছে, সেইরূপ তুমিও নিশ্চয় নচিবে ছুদিন পরে ইংরাজ ইঙ্গিতে । ভবিষ্যৎ-অন্ধ মুর্থ ! জান নাই আর, সমুদ্রে ঝটিকাগ্রস্ত তরণী হইতে অনিশ্চিত সমধিক অদৃষ্ট তোমার । ইংরাজবণিক করে, জাননি এখন, পণ্যদ্রব্য হবে এই বঙ্গ-সিংহাসন ! ఫీ সুসজ্জিত, স্ববাসিত, রম্য হৰ্ম্মঞ্চস্তরে, বিরাজিছে মনসুখে কুমার “মিরণ’ ; একে স্বরা, তাহে সুধা, রমণী-অধরে, অনল-সহায় যেন প্রবল পবন । $ নিকটে বসিয়া নীচ উপাসক যত, বণিছে সুবর্ণ বর্ণে মিরণ নয়নে নন্দনকানন-শোভা-পূর্ণ ভবিষ্যত । মিরণ বসিবে যবে ৰঙ্গ-সিংহাসনে, পাপিষ্ঠ ভাবিতেছিল, স্বহস্তে তখন কত শত মানবের বধিবে জীবন । >鲁 এমন সময়ে এক পাপ-অনুচর, —লেখা যেন নরহস্তী কপালে তাহার, পাপে লৌহবৰ্ম্মাবৃত পাষাণ-অন্তর, দুষ্প্রবৃত্তি নিবন্ধন বিকৃত আকার, - নিবেদিল আহুতল নত করি শির, ঘোড় করে,—“যুবরাজ ! এই অনুচর