পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । Q ఫెషా ধমনীতে প্রবাহিত হ’ত উগ্রতর রক্তস্রোত ; হ’ত বক্ষ বীৰ্য্যের আধার । আজি এ ভারতভূমি হইত পুরিত সজীব-পুরুষ-রত্বে ; দিগদিগন্তর ভারত-গৌরব-স্বৰ্য্য হ’ত বিভাসিত ; বাঙ্গালীর ভাগ্য আজি হ’ত অন্ততর। কল্পনে ! সে দুরশায় কায নাই আর, বৃটিশ শিবির ওই সম্মুখে তোমার ! 籌 SR o একটি শিবির মধ্যে টেবিল বেষ্টিয়া বিরাজিছে কাষ্ঠাসনে যুবা কত জন ; ষেই বীৰ্য্য আসিয়াছে পলাশি জিনিয়া, 'স্বরাহন্তে পরাজিত হয়েছে এখন। ভগ্ন কাচপাত্র, শূন্ত মুরার বোতল, যায় গড়াগড়ি পাশে । তা সবার সনে কত বীরবর হয়ে আনন্দে বিহবল, ৰিস্থতির ক্রেগড়ে দ্যস্ত ভুতল-শয়নে । ত্রিভঙ্গ করিয়া অঙ্গ কেহ বা উঠিতে, স্বরার লহরী পুন: ফেলিছে ভূমিতে ।

  • > শ্রেণীবদ্ধ কাচপাত্র টেবিল উপরে বিরাজিছে—শূন্ত কিংবা অৰ্দ্ধশূন্ত সব ! এই পূর্ণ করিতেছে বোতল-নিঝরে ; মধুর নিক্কণে এই—সুমধুর রব !— প্রণয়মিলনে সবে চুম্বি পরস্পরে উঠিল, হইয়া শূন্ত যেন ইন্দ্রজালে,