পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । । হিপ—হিপ-হুর রে ! হিপ—হিপ-হুর রে । হিপ—হিপ-হুর রে ! ২৩ নীরব নিশীথে এই আনন্দের ধ্বনি উঠিল গগনপথে ; নৈশ সমীরণে ভাসিল সে ধ্বনি ; ক্রমে হ’ল প্রতিধ্বনি উষ্ঠান-অদূরস্থিত ইষ্টকভবনে । সমীপ পাদপে সুপ্ত বিহঙ্গনিচয় 轉 জাগিল সে ভীমনাদে কলরব করি ; জাগিল গৃহস্থগণ হইয়া সভয়, তস্করের সিংহনাদ মনে স্থির করি । প্রবেশিল এই ধ্বনি মিরণ-শ্রবণে সভাতলে । কারাগারে একটী রমণী २ 8 . চিন্তা-অভিভূত অস্ত্ৰ ভাঙ্গিলে, অমনি জাগিল সত্রাসে বামা ; সিরাজদ্দৌলার শিবির-সঙ্গিনী হায় ! সেই বিষাদিন । বিষাদ-তলদে আরও গাঢ়তা সঞ্চার হইয়াছে রমণীর ; অশ্রু বরিষণে লিগেছে যুগলরেখা কপোল-কমলে । নাহি সে বিলাসজ্যোতিঃ যুগল নয়নে ৮ পশিয়াছে কীট ওষ্ঠ ৰাখুলীর দলে। সে নয়ন, সে বরণ, অতুল বদন, ছায়ামাত্রে পরিণত হয়েছে এখন !