পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । రి ○。 . এই দগ্ধ দেহে তপ্ত তরঙ্গ-প্রহারে, অস্থি হ’তে মাংসরাশি ফেলিছে খুলিয়া, উলঙ্গ করস্কে পুনঃ, প্রচণ্ড হুঙ্কারে, দিতেছে শ্বলিত মাংস সংলগ্ন করিয়া । অনুভব-অতিক্রম দারুণ পীড়ায় করিতেছে দগ্ধ দেহ ভীষণ চীৎকার । এই দৃশ্রে, হাহাকারে, অনল-শিখায়, কেশরাশিতেও কম্প হ’ল অভাগার । অকস্মাৎ হতভাগা দেখিল তখন, এ অনল-পারাবারে হয়েছে পতন । to e কি যন্ত্রণা নিদারুণ করস্ক ভিতর দংশিতেছে বস্তুদন্তে কীট সংখ্যাতীত । হুঙ্কারিয়া চতুৰ্দ্দিকু নীল বৈশ্বানর, এমন অভাগীরে একেবারে করিল গ্রসিত । সাতারিতে চাহে, কিন্তু দগ্ধ দুই করে শিলাবৎ অবশতা হয়েছে সঞ্চার,— যন্ত্রণার পরাকাষ্ঠী ! কম্পিত অস্তরে উঠিল অভাগা মনে করিয়া চীৎকার । কক্ষে আলো, অসি করে সন্মুখে শমন,— চীংকার করিয়া ভূমে হইল পতন ! 8 × এই কি সিরাজদ্দৌলা ? এই সে নবাব যার নামে বঙ্গবাসী কঁপে থর থর ?