পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

莎 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । যার এই বঙ্গে ছিল প্রচণ্ড প্রভাব, সেই কি পতিত আজি ধরার উপর ? কোথায় সে সিংহাসন ? পরিষদগণ ! কোথায় সিরাজ তব মহিষীমগুল ? কোথায় সে রাজদণ্ড ? খচিত ভূষণ ?. কেন আজি অশ্রুপূর্ণ নয়ন যুগল ? এ যে মহম্বদিবেগ তব অমুচর, তুমি কেন পড়ে তার চরণ উপর ? ' 3 * & দুই দিন আগে এই দুৰ্দ্দন্ত সিরাজ, চাহিত না মুখ তুলি ঘেট অমুচরে ; আজি সে নবাব আহা ! বিধির কি ক{ষ ! কঁদিছে চরণে তার জীবনের তরে । শত নরপতি পড়ি যাহার চরণে কাদিশু,—অদৃষ্ট আহা কে দেখে কখন ! সে মাগিছে ক্ষমা ; যাহা এ পপি জীবনে জনে নাই, শিখে নাই, ভ্রমে বিতরণ করে নাই । কি আশ্চর্য্য বিধির বিধান -- যাহার যেমত দান, তথা প্রতিদান !

  • gළු

রে পাপিষ্ঠ, হরাচার, নিষ্ঠুর হার্জন । পায়ে পড়, ক্ষমা চাহ, সকলি বিফল । কৰ্ম্মক্ষেত্রে যেই বীজ করেছ বপন, ফলিবে তেমন তরু, অমুরূপ ফল । আজন্ম ইঞ্জিয়-সুখ পাপের মায়ায়, কি পাপে না বঙ্গভূমি করেছ দূষিত ?