পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• $ 8२ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । 8* গভীর নিশীথ ; নৈশ প্রকৃতি গভীর ; স্থিৰ্বভাবে দাড়াইয়া বিশ্ব চরাচর ; কৃষ্ণপক্ষ রজনীর বরণ তিমির, ক্রমে ক্রমে হইয়াছে আরো গাঢ়তর । মাতঃ বসুন্ধরে ! হেন নিবিড় নিশীথে হিংস্র জন্তুরাও বনে বিবরে নিদ্রিত ; হয় ! এ সময়ে কেন ধরা কলঙ্কিতে, মানবের পাপলিপা হয় উত্তেজিত ? বসুমতি! বঙ্গভূমি ! যাও রসার্তল । লক্টও না এই পাপ পাতি বক্ষঃস্থল :

  • ጻ ዓ কি করিস্ ! কি করিস্ ! ওরে অনুচর'। তুলিস না তীক্ষ অসি, ওরে নৃশংসয় । ক্ষমা কর । ক্ষমা কর । অনুরোধ ধর । এই পাপে যবনের ঘটিবে নিরয় । উঠিল উজ্জ্বল অসি করি ঝলমল, দুৰ্বল প্রদপিালোকে ; নামিল যখন, সিরাজের ছিন্ন মুগু চুম্বিয়া ভূতল পড়িল, ছুটিল রক্ত স্রোতের মতন ।

নিবিল গৃহের দীপ ; নিৰিল তখন ভারতের শেষ-আশা,—হইল স্বপন ! সম্পূর্ণম্।