পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{{88 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । তরুণীসহ ভাগীরথীগর্ভে মগ্ন করে। হতভাগিনীগণ নিমজ্জিত হইবার সময়ে মিরণকে তিনটি অভিশাপ প্রদান করিয়াছিল – প্রথমটি মিরণের বজ্রাঘাতে মৃত্যু হইবে ; দ্বিতীয়টি মিরজাফর অচিরে সিংহাসনচ্যুত হইবে ; তৃতীয়টি আমার স্মরণ হইতেছে না। এই গল্পটি সত্য কি মিথ্যা তাহ রচয়িতা বলিতে পারেন না ; তাহা কাব্যলেখকের জানিবারও আবগুক করে না ; কারণ তাহার পথ নিষ্কণ্টক । সমালোচনা | - نسبت به مست. 2 “বান্ধৱে” প্রযুক্ত কালীপ্রসন্ন ঘোষ প্রণীত । মনুষ্য জগতে নিখুত রূপ নাই এবং নিখুঁত কাব্য নাই। কবির শ্ৰীযুক্ত বাবু নবীনচন্দ্র সেনের এই কাবাখানিও সৰ্ব্বাংশে নিখুত নহে। তবে, এ কথা তথাপি অক্ষুব্ধ চিত্তে বলা যাইতে পারে ধে, পলাশির যুদ্ধ কাব্যে সৰ্ব্বত্রই তাহার অগাধারণ করিত্বের নিদশূন রহিয়াছে! ইহা নিশ্চয়ই বাঙ্গল ভাষার কণ্ঠহারে একটি কমনী আভরণ স্বরূপ এৰিত হইবে, এবং যত নি এই ভাষা জীবিত থাকিবে, তত দিনই ইহার প্রফুল্লকান্তি বঙ্গবাসীর হৃদয়দর্পণে প্রতিফলিত হইবে। + এই কাব্যের বিষয় পলাশির প্রসিদ্ধ যুদ্ধ, অথবা নবাব সিরাজদৌলার পতন এবং বঙ্গে ইংরাজ রাজত্রর প্রথম অত্যুদয়। এদেশীয়ের সাধারণতঃ যে সকল বিষয়ের আদর করিয়া থাকেন,