পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। o 8s. দ্বিতীয়তঃ, এই মন্ত্রণায় বাহারা অধিনায়ুক, তাহাদিগের সহিত পাfগুমোনিয়মের মন্ত্রণাধিনায়কদিগের অনেক বৈলক্ষণ্য । ইহার" রক্ত মাংসের মমুম্বা, তাহার কবিকল্পিত অপদেবতা। ইহাদিগের শোক, দুঃখ, মৰ্ম্মব্যথা এবং আশা ও ভয় আমরা বুঝিতে পাই ; তাহাদিগের সমস্তই মানবীয় সহানুভূতির বহির্ভূত। * আমরা এই অংশ হইতে বিশ্যে বাছনি না করিয়া কয়েকটি শ্লোক নিম্নে উদ্ধৃত করিলাম। বর্ণনায় কিরূপ প্রশংসনীয় চিত্র-নৈপুণ্য দেথান হইয়াছে, তাহ সহৃদয় পাঠকবর্গ বিবেচনা করুন । • ( প্রথম সর্গের ১১ হইতে ১৫ শ্লোক )— কুটচক্রবদ্ধ মন্ত্রণাকরীদিগের প্রত্যেকেই সিরাজদ্দৌলার ঘোরতর বিদ্বেষী ও মৰ্ম্মাস্তিক শত্রু ছিলেন । সিরাজের সর্বনাশ হউক এবং তদীয় সিংহাসন এই মুহূৰ্বেই বিচূর্ণিত হইয়া যাউক ইহা প্রত্যেকেরই গুণগত কামনা ছিল। কিন্তু কবি অতি সাবধানে, অতি সুকৌশলে, ইহাদিগের এক এক জনের মনের ভাব এক একরূপ ভাষায় প্রকাশিত করিয়া চরিত্রের বৈচিত্র্য রক্ষা করিয়াছেন এবং সেই সঙ্গে স্বকীয় লোকপ্রতিজ্ঞতা এবং শান্ধিক ক্ষমতারও পরিচয় দিয়াছেন । মন্ত্রিবর রায়দুল্লভ কপট ধাৰ্ম্মিক ! তাহার মন কুৰ্ম্ম-শুওবৎ ;–উহা একবার বাহিরে আসে, আরবার সঙ্কুচিত হইয়া অভ্যন্তরে প্রবেশ করে। তিনি কিছুই পরিষ্কার দেখিতে iান না । যেখানে পদ নিক্ষেপ করিতে যান, সেখানেই তাহার কণ্টক-ভয়। যাহাদিগের সহিত মন্ত্রণা করিতে আসিয়াছেন, তাহাদিগকেও তিনি সম্যক বিশ্বাস করেন না। শেষে, প্রাণ-ভয়কে পাপ-ভয় বলেন, এবং এইরূপ লোকের যেমন হইয়া থাকে, মনের o রাখিয়া ইহার এবং উহার মুখপানে চাহিয়া থাকেন।

  • তবে অমুকৃতির ছায়া কিসে —প্রকাশক । .