পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

崎曾叶 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । স্তহার পর জগংশেঠ। যেমন পাগুৰসভায় ভীম, তেমন এই সভায় জগংশে -অকপট, অসস্থিচিন্তু, অটল সাহসপূর্ণ, এবং অভিমানবিষে জর্জরিং । শেঠবরের হৃদয়ের ক্রোধ আগ্নেয়গিরির মত, উহা হইতে যাহা কিছু উদগীর্ণ হয়, তাহাই শ্রোতার মঙ্গে তপ্ত লোষ্ট্রসম নিপতিত হয়, কথায় ধমনীতে অগ্নিস্রোত প্রবাহিত করিয়া দেয় । জগৎশেঠের প্রতিজ্ঞাও ভীমের ন্যায় ; শুনিলেই হৃদয় চমকিয়! উঠে এবং যেন এতক্ষণ পরে পুরুষ সম্মুখে আসিয়াছি, এইরূপ প্রতীতি জন্মে ;– , সম্ভব, হুইবে লুপ্ত শারদ চন্দ্রম অসম্ভব, হবে লুপ্ত শেঠের গরিম।” 蕩 驚 豪 鬱 祿

  • সাধিতে প্রতিজ্ঞা যদি হয় প্রয়োজন, উপাড়ির এক নভে-নক্ষত্ৰ-মণ্ডল, মুমেরু সিন্ধুর জলে দিব বিসর্জন, লক্টর ইন্দ্রের বঞ্জ পাতি বক্ষঃস্থল । যদি পাপিষ্ঠের থাকে সহস্র পরাণ ; সহস্র হলেও তবু নাহি পরিত্রণ।" বুজনগরেশ্বর মহারাজ রাজবল্লডের কথায় বিষের * আছে, তড়িৎ-বেগ নাই ; কথা যেন ফুটে ফুটে হইয়াও দুখত কুণ্ঠলগ্ন হইয়া থাকে। কিন্তু ঐ অন্ধট কথা ; তাহাতেও—
  • » & উঠিল কঁপিয়া দুরু গুরু কর মিরজাফরের হিয়া ” রাজা কৃষ্ণচন্দ্র প্রকৃত ধাৰ্ম্মিক, পাপম্বেী, পবিত্র ও পরী কাতর। তিনি যখন আলিবর্দির অকলঙ্ক চিত্রপটের দিকে 帕 পত করিয়া সিরাজের কলঙ্ক-পছিল, কুৎসিত প্রতিমূৰ্ত্তি,নি

s |