পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । &&న মরি কি বিচিত্র পুণ | সারথি ষোবন উভয়ের, যোগাইছে শবু তীক্ষত র । কেবল বিনস্ব দয়া, অজস্র ধারায় শাস্তির সলিল রশি করিছে বর্ষণ ! প্রফুল্ল বদনচন্দ্র ! মলি ! দর্শনে সুকোমল ভাবসিন্ধ দর্শকের মনে হয় উচ্ছ্বসিশু । চক্রবর্ণ চন্দ্রি কায় বিষাদ-নীরদ ছায় পড়ে ঘেন হাঃ ! করেছে প্রফুল্লতায় গাম্ভীর্য সঞ্চার । যুবার যুগল নেত্র, স্থির সমুজ্জল, জ্ঞান-জ্যোতিঃ পরিপূর্ণ বিষ্ঠার দর্পণ, বীরত্বের বঙ্গভূমি ! তরল অনলে চিত্রিয়া নয়ন যেন বিধাতার তুলি প্রেম-পদ্ম-রাগে দুই নয়ন কোণাসু *সরছে বিশ্রাম ; নেত্র অস্থিত সুন্দর { কি নয়ন, কি বদন, কুঞ্চিত অধর, কিংবা অনিৰ্ব্বচনীয় অঙ্গের মহিমা, কহিছে দর্শকে যেন ইতিহাস মত উচ্চবংশু রক্তস্রোত, উন্নত মানস । আজি সে মানস ওই স্রোতস্বতী মত একদিকে সমুজ্জ্বল প্রেম রবিকরে অনুক্ষণ, অন্তনিকে নিবিড় কানন ছায় পড়িয়ছে তাহে ! তরণীর পাশ্বে অবলম্বি পৃষ্ঠ, বসি চিন্তাকুল মনে, যুবক পড়িতেছিল, করে মেঘদূত ।