পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । ● ● > অতিক্ৰষি দৃষ্টিচক্র গিয়াছে কোথায়,— কোন কাল্পনিক দৃপ্ত দেখিতেছে ওই,— কে বলিবে ? কি দেখিবে নয়ন-দর্পণে আকাশের প্রতিবিম্ব, দর্শক বিহনে ! এইরূপে ধ্যানে যুবা বসি কিছুক্ষণ প্রবেশিলা পুনৰ্ব্বার কবিতা-কাননে ঘূড়াইতে চিন্তাজ্বালা । কুসুমে কুসুমে করি ভাব-মধুপান যুড়াল মানস । যুড়াল নয়ন দেখি মেঘদূত অঙ্গে কল্পন-বিজলি-খেলা, ইন্দ্ৰধনু-শোভা । একে সংস্কৃত ভাষা, তাহাতে গায়ক নবরত্ন-শিরোরভু কবি কালিদাস । ভাষার ঝঙ্কারে, ভাব-সমুদ্র-তরঙ্গে, ভেসে গেল যুবকের বিমুগ্ধ মানস । নন্দন কাননে যেন শুনিতে লাগিলা ত্রিদিব সঙ্গীত যুবা নিশার স্বপনে ? কিন্তু স্বপ্ন কতক্ষণ ? চিত্ত মায়াবিনী আবার যে কুঙ্কটিক স্বজিতে লাগিল, অtধারিল যুবকের মানস নয়ন । হ’ল কাব্য অনঙ্কর । বিরক্তে তখন রাখি পাশ্বে কালিদাসে, বসিলা বিষাদে তরী-বাতায়নে যুবা । দেখিলা সম্মুখে, ধবল গগন তলে ধবলা তটিনী তীব্র স্রোতে প্রবাহিতা,-স্থদুর বাহিনী । নিবিড় সুন্দর বন—অনন্ত শু্যামল,— দাড়াইম্ব দুই তীরে,-অবিচ্ছিন্ন, ঘন,