পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& Wes.

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ঘনত্বর যথা : র্কাপে না একটী পত্র কানন শরীরে ; কঁপে না একটা উৰ্ম্মি তটিনী সলিলে ; চলে না একটী মেঘ গগনমণ্ডলে । স্থির আচঞ্চল সব,— গগন, কানন, নদী ! দেখিলা যুবক এই বিশ্বে,--নদী, বন, গগন; কেবল ! সকলই মরুভূমি ! মরু নদী, মরু বন, মরু নভ:স্থল ! দেখিলা যুবক উদাসিনী প্রকৃতির শোভা ! কলেবর ধূসর আকাশ, জলে বিভূতিমণ্ডিত, জট ভর বনরাজি । পশ্চিম ভাস্করে করিয়াছে দেহ রক্তচন্দনে চচ্চিত । মরি ! কি উদাস মুপ্তি 1 । i যুবক তখন চাহিল। অন্তর পানে । দেখিলা তথায়,— দেখিলা হৃদয় বিশ্ব প্রণয়-কিরণে, সৌর করুজালে যেন, পূর্ণ বিভাসিত । এই রূপে অনিশ্চিত কানন ভিতরে পড়িয়ছে সেই কর, যেক্ট করে হায় ! ফুটায় নলিনী ফুল্ল চিত্ত-সরোবরে ! এরূপে বহিছে বেগে মাতৃ-স্নেহ-আশা— সুপবিত্র শ্রোতস্বতী,-অনিশ্চিত গতি ! যুবক ভাবিতেছিল। এই আশা হয় | পরলোকে জননীর প্রেমপারাবারে হইবে কি লয় কৰ্ভু ! এই সৌর করে বপাসিবে কন্তু এই জীবন-উদ্ধানে