পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

建总8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । শ্রাবণের ধারা সনে কাদে ধনী মনে মনে, বিরহেতে আকুল পরগণ । & ভাদ্র মাসে নদী যত, বিরহ প্রবাহ মত, উথলিয়া উছলিয়া যায় ; কিবা শোভা পাকা তাল, কদম্ব হইল কাল, পড়ে বামা ঢলিয়া ধরায় । واة আশ্বিনে চাঁদনি রাতি, উঠে তাহে প্রাণ মাতি, শস্ত ক্ষেতে কি শোভা খেলায়। যুবতী যৌবন মত ফুটে পদ্ম শত শত, শেফালিকা ঝরে অশ্রীপ্রায় । & কাৰ্বিকে শিশির ঝরে, পাতায় পাতায় পড়ে, শুনিয়া শরীর দেয় কাট ; সরিছে নদীর জল, ঝরিছে কমল দল, যৌবন-জোয়ারে লাগে ভাটা । আগণে নবীন শীতে উত্তর অনিল চিতে হয় যেন বিষ সম জ্ঞান ; শিম ফুল পাতি পাতি ফুটিয়াছে নানা জাতি, নানা জাতি পার্থী করে গান ! o পোষের প্রভাত ক’লে, বসি খেজুরের ডালে, হুলু দেয় ভৃঙ্গরাজগণ ; আনন্দে আকাশে ডাকে, লুঠেটিয়া বীকে ঝাকে শস্তক্ষেতে সোণ বু যৌবন }