পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী 金蛇& به ات মাঘের শীতের সনে বাড়ে বিরহিণী মনে fবরহ, আকুল করে প্রাণ ; সুন্দর গুণমার তান, কেড়ে লয় মন প্রাণ, কি মধুর বুলবুলির গান ! so * > মধুর ফাল্গুন মাসে, মধুরে বসস্ত হাসে ; ফাটি বিরহিণী তপ্ত হিয়া শিমুল, পলাশ, ফুটে ; কোকিল জাগিয়া উঠে, • কুহু স্বরে গগন ভরিয়া । > ネ চন্তিরে চঞ্চল মন, বিকসিত পুষ্পবন, নিদাঘ করিল পরবেশ ; কাদে নারী চন্দ্রকলা, বসিয়া বকুল তলা, প্ৰাণেশ রহিল পরদেশ । সারি গানে, দাড়িগণ অঙ্গ দোলাইয়া, ক্ষেপণী ক্ষেপিতেছিল ধীরে শ্লথ করে : বিরহিণী চন্দ্রকলা, মানস নয়নে সকলে দেখিতেছিল যেন নদীতীরে নিজ প্রণয়িনীরূপে । কিন্তু ধীরে ধীরে দড়ি পড়িতে দেখিয়া, কর্ণধার যেই উঠিল শাসিয়া, স্বপ্ন উখিতের মত, ইলিয়া মস্তক বেগে নাবিক সকল, দ্রুত হস্তে বেগে দাড় ফেলিতে লাগিল দৃঢ় করে । সেই সঙ্গে দ্রুত তালে তালে আরম্ভিল অন্ত গীত । পড়িতে লাগিল