পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতা । ¢ ማሉ :: কুঞ্জর, কেশরী, ব্যাঘ্ৰ,—সকৃপাণ করে g হবে সম্মুখীন ; শত্রু অনন্ত, অজেয় অৰু, শক্ৰ মহাবল প্রভঞ্জন । যুব ছাড়িলা নিশ্বাস দীর্ঘ । তথাপি শঙ্করেরুদ্যমান—আশ্বাসিতে, ফিরায়ে বদন, কহিলা—“শঙ্কর : স্থির হও, কেন কঁাদ ? এখনি পাইব কূল কি হলে কাদিয়া ? ডাক কুলমাতা, সেই বিপ্ন-বিনাশিনী দশভূজা ।” হতভাগ্য ধরিয়। বীরেন্দ্রে নিজ তনয়ের মত, লাগিল কঁদিতে — “নাহি কঁাদি আমি, মম জীবনের তরে, লংস ! বুদ্ধ অমি, আর বঁচিব ক'দিন । কিন্তু তোর এই দশা দেখিব কেমনে । অভাগিনী মাতা তোর, কাশীযাত্রা দিনে, কঁদিতে কঁদিতে সপি মোর কোলে তোরে, বলিল—“শঙ্কর । আমি দুঃখিনীর এই একটি রতন, আজি দিলাম তোমারে । দুঃখিনীর বাছা মোর, ননীর পুতুল, রাগিয়ুছি বুকে বুকে এ পঞ্চ বৎসর । রাগিনি শয্যায়, বছা বাথ পায় পাছে কোমল শরীরে ! আজি সেই বাছ মোর, হৃদয়ের মণি, আমি স পিচু তোমারে । অন্নপূর্ণ বিশ্বেশ্বরে, হৃদয়-শোণিতে করিয়া মানস পূজা, এ পুত্র-রতন পাইয়াছি আমি ; কাল হতেছে উত্তীর্ণ, স্থাই চলিলাম কাশী । আসি যদি ফিরে’— 續