পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

we নবীনচন্দ্রের গ্রন্থাবলী। 導 কে জানে চঞ্চল এত মামুষের মন ! দেখিতে দেখিতে হয় পরেতে মগন । নাহি মানে পাত্রাপত্র, অবস্থা কেমন, ফুলমাল-ভ্ৰমে করে ভূজঙ্গ গ্রহণ । 鬱 8 *; কে জানে মানস-স্তৃত্তি এত দুৰ্নিলার, বুঝাইলে তবু নাহি বুঝে পাপ মন ? গোপনে, অজ্ঞাত, দুষ্ট করে অত্যাচার, ইচ্ছার বিরুদ্ধে পাপ করে আচরণ ? ,* 6t ইচ্ছা হয় গত কথা হই বিস্মরণ, সপি অনুতাপানলে বিগত বাসন । তবু স্মৃতি চিত্রপটে চিত্রিছে এখন, যেই দৃষ্টি অনিবার বাড়ায় যন্ত্রণ। 够 এখনও দেখি যেন নয়নের কাছে, দীনভাবে, মান মুখে, বসিয়া দুঃখিনী। ভাবিতেছে এ সংসারে কার ভাবে বা৷ে নীরবে বিরলে বসি, কঁদে অনাথিনী। १ অশ্রুজলে ছল ছল নয়নের তারা,-- অকালে শিশিরে কেন সিক্ত কমলিনী নীলোৎপল হতে ঝরে মুকুতার ধারা, কাহার লাগিয়া আহা ! দিবস-যামিনী