পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سيمو! Q নবীনচন্দ্রের গ্রন্থাবলী । চন্দ্রের কিরণ তলে, মহীরুহচয় আলিঙ্গিয়া পরস্পরে সংখ্যাতীত ভুজে, ( চির প্রেমে বৃদ্ধ যেন । ) আছে দাড়াইয়া বেষ্টিয়া আশ্রম দ্বন, স্তবকে স্তবকে । পবিত্র আশ্রমে, পাপী মানব-চরণ না পারে পশিল্পে যেন, আছে সুসজ্জিত সংখ্যাতীত প্রহরণে অসংখ্য প্রহরী, নীরব, সশস্ত্র কর । নীরব সকল, যেন তাপসীর ৰোগ চিন্তার লহরী সশঙ্কিত ভাঙ্গে পাছে ; যোগনিদ্রা হতে জাগে পাছে যোগেশ্বর, অনন্ত শয়নে চামুণ্ডীচরণতলে । নৈশ সমীরণে কেবল স্বনিছে পৰ্ভু, कानन-डिडाव চুম্বি সুধাকর স্বধ, পল্লবে পল্লবে! কেবল কখন বনে শুনা যায় দূরে শুষ্ক পত্রে, নিশাচর-পদ-সঞ্চালন । কেবল কখন দুরে শার্কুল-গর্জন, শৃগালের গেথা ধ্বনি, পেচক চীৎকার, ভগ্ননিদ্র বিহঙ্গের পক্ষ সঞ্চালন, ভাসিছে নির্জনে ; ভাসে যথা চক্রচয়, .স্থির সঙ্কোৰপুলক্ষে শিলা প্রক্ষেপণে । । কিংবা নীলাকশে স্বখ তারকা খসিয়া, মুহূৰ্ত্ত উজ্জ্বলি পুনঃ মুহূর্বে মিশায় ; ভাসিয়া নির্জনে শম্বী, মিশিছে তেমনি । সম্মুখে বিস্তৃত সবঃ কৌমুদী-কিরণে শোভিতেছে কারু কর্য্যে,-কুমুদ, কঙ্কলার,