পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

伞>之 নবীনচন্দ্রের গ্রন্থাবলী ঘোরতর অন্ধকার । ভগবতি, সেই ঘোর অন্ধকারে, সেই ভৌতিক বিপ্লবে, দেখিলাম হয় ! সেই কৃষ্ণ পারাবারে তরঙ্গে তরঙ্গে ভুবি, ভাসিতেছে মম কুস্থমিক, আলোকিয় সেই অন্ধকার ; ভাসে যথা নীলাম্বরে শারদ চক্রিম : লুকাইয়া মেঘে মেঘে ভাসিয়া আবার । কোথা হতে এই দৃশু দেখিতেছিলাম না হয় স্মরণ ; হায় । উন্মভের মার্চ ঝ পি দিতে চাহিলাম সমুদ্রের জলে, তুলিতে সে রূপরত্ব —অকস্মাৎ হায় ! শুনিম্ন আকাশবাণী—বীরেন্দ্র !—বীরেন্দ্র পড়িও না বৎস এই কাল পারাবারে, এই রক্ষিতেছি আমি কুস্থমিক ভব ।” সেই স্নেহসিক্ত কণ্ঠ পশিল হৃদয়ে, জাগিল পুরব স্থতি বেগে হিরোলিয়া । চিনিলাম সেই স্বর, হায় ! এ জগতে ষেই স্বর এক মাত্র নহে তুলনীয় ! চাহিমু আকাশ পানে তুলিয়া বদন, দেখিলাম মায়ামূৰ্ত্তি—জননী আমার ! নিবিড়-নীরদাসনে বসি মায়াময়ী, পবিত্র আভায় মাত, ঝলসি আকাশে সকাশ নীরদমালা, প্রসঙ্গ বদনে চেয়ে মম পানে,স্নেহ भछठ, मुन् ! এক দিকে কুস্কমিক ঝটিকা-সাগরে ভাসমান ; অন্যদিকে জননী আমার ।