পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । 6 సెt সুদূর স্বপ্নের মত হয় । এবে যাহা পড়ে কি না পড়ে মনে, হায় রে তখন সেই দয়াময়ী মূৰ্ত্তি মানস দর্পণে আছিল অঙ্কিত। প্রতিদিন স্বপ্নে আমি দেখিতাম, মাতা স্নান মুখে দীন ভাবে বসিয়া শিয়রে মম, চুম্বিতে চুম্বিতে নিষিক্ত করিত ক্ষুদ্ৰ বদন আমার অশ্রুজলে । জননীর অশ্রু নিরখিয়া কদিতাম স্বপ্নে আমি ; বৃদ্ধা পিতামতী ভাঙ্গিত "স্বপন মম, লইত হৃদয়ে মুছি অশ্র । কঁাদিতাম অৰ্দ্ধরুদ্ধ স্বরে আমি পিতামহী বুকে । 韌 .. *এইরূপে, হামু : দুঃখের শৈশবকাল চলিব। আমার ! ক্ষুদ্র বিষাদের স্রোত চলিল অদৃঙ্গে দুঃথার্ণবে –অদৃষ্টের গতি ফুর্নিবার : শুনিয়াছি, হয় দেবি, মানব-জীবনে শৈশব সুখের কাল, বালেন্দু জ্যোৎস্না হয় রে তমসা নিশি অগ্রভাগে যেন । বালার্ক কিরণ কিংবা শারদ প্রভাতে, ' দিবস যাহার, হায়, অনন্ত দাহন । সে সুখ-শৈশব মম আছিল আচ্ছন্ন বিষাদ নীরদ জালে-হতভাগ্য আমি ! ৰেই জননীর কোল, মায়ের সোহাগ, জীবন-প্রথম করে এত মজুময়, এত স্থখকর জাহা,-ছিল না জামাক