পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলা। সেই হেতু, হায় ! স্বতঃ নিরানন্দ চিত্ত আছিল আমার । মম প্রতিবাসিগণ বয়োধিক চিন্তাকুল ভাবিত আমারে সেই হেতু ; সেই হেতু আজি, ভগবতি । আমার শৈশৰ স্বতি মরুদৃশু যেন : “এই মরু পর্য্যটনে শঙ্কর আমর। ছিল সুশীতল ছায়া ; শান্তি সরোবর ; নিত্য সহচর মম জাগ্রতে, নিদ্রায় । পাঠাভ্যাস শ্রম কিংবা শিক্ষকের জ্বল। —শৈশবের বিভীষিকা | –ভুলিণ্ডাম আমি শঙ্করের স্নেহে-স্নেহ পবিত্র, শীতল ! হয় রে পড়িলে মনে জননী আমার— কাশীনিবাসিনী মত,--রাথিয়া মস্তক । বুদ্ধ শঙ্করের বুকে, কঁদিতাম আমি । কত প্রবঞ্চন জালে অভাগা আমারে হয় রে । করিত শাস্তু বলির কেমনে ? “হুদূর পূরবে, দেদি, জনম আমার । छब्रडूधि व्रत्रभडौ, ‘काकौ* मौ-उँौtत्र’ পাৰ্ব্বত্য প্রদেশ ! পঞ্চশত বর্ষ পূৰ্ব্বে অনিবার মহাযুদ্ধ মোগল পাঠানে এক দিকে, অন্ত দিকে দস্থা আরাকানী, বারিচর পর্তুগিস সমুদ্র-তস্কর ;– এই নিষ্পেষণ যন্ত্রে, পিতামহ মম হয়ে নিম্পেষিত, এই পূরব পৰ্ব্বতে লইয়া আশ্রয় বৃদ্ধ ; ব্যাধ-ভয়ে যথা ৰু ইহাকে স্তুতপ্রদেশে স্কাইচা" বলে। .

  • - مدمسمحصص