পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । , Κ3ο & -না চাহে ত্যজিতে যদি দুস্তর কাস্তার, "বিশাল কণ্টকাকীর্ণ ; তবে কেন হায় ! তেয়াগিতে জন্মভূমি তেয়াগিতে হয় – শৈশবে মায়ের কোল, প্রতি পারাবার ; কৈশোরের ক্রীড়াসন ; বিদ্যার মন্দির ; মুখের যৌবনে চারু প্রণয় উষ্ঠান । পরিমলময়, পূর্ণ পারিজাত শোভা ; প্রৌঢ়ের দাম্পত্য প্রেম ; হয় স্থবিরের জীবন-ঝটিক-শেষে শাস্তির আশ্রম ;– তোগিতে,ভগবতি, হেন জন্মভূমি, কেন না কাদিবে বল মানবের মন ? “দেখিলাম বারাণসী,—কত দুঃখে, কত দিনে, কি হবে বলিয়া ? অৰ্দ্ধচন্দ্র সৌধমালা মুনীল জাহ্নবী কোলে নৈশ চন্দ্রালোকে, তমিশ্র নিশীথে কিংবা প্রদীপমালায় খচিত, নক্ষত্রীকৃত, না দেখিল যদি, বিফল মানব চক্ষু, বিফল জীবন । মণিকর্ণিকার ঘাটে সেই অনিৰ্ব্বণ ভীষণ শ্বশনে, দেবি, বসিয়া বিষাদে, করিলাম জননীর উদ্দেশে তর্পণ পবিত্র জাহ্নবীজলে । ছায় ! মুখ নর। জননীর স্নেহের কি এই প্রতিদান ! হায় মতঃ আৰ্য্যভূমি । বিদরে হৃদয়, হারায়েছ তুমি আৰ্য স্বাধীনতা ধন ; আৰ্য্যের বিক্রম ; আৰ্য্য গৌরব জীবন ; হস্তিন অযোধ্যা তব হয়েছে স্বপন !