পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমত্তা । ૭૨૯ ত্ৰিশূলী রুদ্রণক্ষমালী পথের ভিখারী, পরিধান বাঘাস্বত্ত্ব, পৃষ্ঠে ভিক্ষ ঝুলি ! অপূৰ্ব্ব প্রেমের গতি ! ভেসে গেল তাহে ত্রিদিব বিভবৰাশি, সৌন্দৰ্য্য, ঐশ্বৰ্য্য, ইন্দ্রের ইন্দ্রস্থ, সরি । সুধাকর স্বধt, এই ভিখারীর প্রেমে,-চলেছে ভাসিয়া পত্র পুষ্প চয় যথা ওই কুণ্ড স্রোতে ; অtধারিল ত্রিনয়ন, দ্রবিল পৰাণী । উমেশ এ প্রেমবলে ত্রিদিবে মহেশ,— মহাদেব । উমাপতি ত্ৰিভূবনপতি । হল্লভ অমৃত প্ৰেম ! দেবারাধ্য ধন । এমন সময়ে এক বিছ্যৎবরণী দেখিস্থ সন্মুখে, মুক্তকেশী ! ভাবিলমি— অনঙ্গের ভক্ষ লয়ে অনঙ্গ-মোহিনী চলেছে কণমারি কাছে, কামোন্মত্ত যবে, বঁাচাইতে কামে । চাহি কামিনীর পানে কহিলাম—-কামেশ্বর ! কহ এই দাসে এই কি চম্প কারণ্য দেবতুiহুল্লভ, মানব-ময়নে যাহা নহে দর্শনীয় ?” "চম্পকারণ্য ”—কৌতুকে হাসিল মুন্দরী,— -এ যে ব্যাস সরোবর ” দেখিমু ফিরিয়া নাহি সে চম্পক বন, পাৰ্ব্বতী শঙ্কর ; ব্যাস সরোবর তীরে দাড়াইয়া আমি ! সম্মুখে ৰিস্কৃতি করে, কনকরূপিণী, সহস্ৰ-ধারার সেই মত রূপরাশি ! পতির নিগ্রহে সতী,দক্ষ-যজ্ঞাগারে,