পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । এ বিপদে, কহিতে তোমারে, এত্ত দিনে পূর্ণ মনোরথ তব, পাৰে প্ৰাণনাথ । ৰহিল শীতলানিল এমন সময়ে, ভাসিল তাহাতে নাম সম ! মরি, দ্বখt স্বদুল্ল বংশীর ভীম –একটি উচ্চাঙ্গ— স্থির সমীরণে নিশি দ্বিতীম্ব প্রহরে, ভাসিল প্রাস্তরে কিবা উপত্যকামূলে । • একটা কোকিলকণ্ঠ-নিৰ্জ্জন কাননে ! সে কি কণ্ঠ ! সেই কণ্ঠ চির পরিচিত। আশৈশব, হাস্থ, মম জীবন সঙ্গীত ! যৌবনের সুখ স্বপ্ন ! এ দুই বৎসর শুনিয়াছি স্বাহ, প্রতি পত্রের মৰ্ম্মরে, সমীর স্বননে, প্রতি বিহঙ্গ-কুঞ্জনে ;. শুনিয়াছি অনিবার অপেন নিশ্বালে ; নিদ্রায় স্বপনে রাজ্যে শুনেছি শ্রবণে । সেই কণ্ঠ অস্তঃস্থলে করিক প্রবেশ শীতলি' তাপিত প্রাণ ; নিরাশ নিরুদ্ধ হৃদয়ের ষষ্ণু, দ্রুত চলিল আবার সেই-কণ্ঠে,—চুরু দুরু কঁপিল হৃদয় । ডাকিলাম—“প্রাণনাথ P উন্মাদিনী আমি ! । হার রে । ভাঙ্গিল মূৰ্ছা, জাগিন্তু তখন । ভগবন । সে কণ্ঠ কি—শুনিবে আবার, অভাগিনী ? দেণিৰ কি যার তরে, হায় । বিধাদ-সাগর গৃহ অসিস্থ ছাড়িয়া । रुँौर्थीर्थोप्य, ड्रदाहेप्ड झ्मद विषाक्र জন কোলাহলে,—জাৰি দেখিব কি সেই