পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ক্ষত বীরেজের বুক । ইষ্ট তুমি, আর খেলিবে না তব সনে বীরেণ আমার ” বালিকার অভিমানে ক্ষুদ্র মুখ খানি ভরিল ; ভাসিল রক্ত কপোল যুগলে ; অশ্রুভরে টল টল হইল যুগল নিরমল, নীলোৎপল, আয়ত লোচন । দুই ক্ষুদ্র কর-পৃষ্ঠে মুছিয়া নয়ন কহিলা কঁদিয়া— “কেন বীরেণ আমার করে নাই ক্ষত বুক ?” দেখিলা বীরেন্দ্র নিষ্ঠুর অ চড় রেখা বুকে বালিকার,— শতদল দলে যেন কলঙ্ক কালির । কুস্কমের কাছে গিয়া সজল নয়নে, কমল নয়ন হ’তে সরাইয়া কর,– ' “আইস কুসুম চল খেলিব দুজনে”বলিলা বীরেন্দ্র । বালা হাসিয়া তখন ধরিলা বালক-কর । অশ্রু আবরণে নেত্ৰ হাসিল তপন, বাল-সেীর-করে হাসিল কমল সিক্ত নীহারে সলিলে । সে অশ্র, সে হাসি, হাসি-অশ্ৰ-সমুজ্জ্বল । বালেন্দু বদন,—মনে পড়িল যুবার। স্থতিতে বিহবল যুবা অবনত মুখে, মন্দ মন্দ পাদক্ষেপে শ্রমিত্তে লাগিলা প্রভাত কাকলীপূর্ণ কানন-ভিতরে । कणम्णाशशै दन-विश्व-निम्बবন-ঋষি,—মিলাইয় সপ্ত স্বর এবে । গাইতেছে সাম গান,-প্রভাত কীৰ্ত্তন ।