পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের এস্থাবলী । - இ. উজ্জ্বল পারদ স্তর দর্পণে যেমতি । চারু শিলাময় তীরে রয়েছে পড়িয়া কতরূপ শিলারাশি, কৌতুক আকার। কোথা শিলা-শধ্যা, কোথা চারু শিলাসন, কোথা বা অনুচ্চ শিলা-মঞ্চ মনোহর । ফলে পুষ্পে সুসজ্জিত আটী স্থদের শোভে তীরে, সাজাইয়া স্থানে স্থানে, মরি, শু্যামল নিকুঞ্জ নানা বর্ণ লতা পুষ্পে, পল্লবে, শাখায়’—বনদেবী ক্রীড়া-কক্ষ । নানা জাতি জলচর খেলিছে সলিলে, বনচর নানা জাতি খেলিতেছে তীরে । ক্রমে বাড়িতেছে বেলা ; ভাস্কর বিভায় বিকাশি কনক-ছটা খেলিছে সলিলে ' চঞ্চল হিল্লোল রাশি কঁাপিয়া, মিশিয়া । যুবার পড়িল মনে, এই সরোবরে, নিকুঞ্জে নিকুঞ্জে; মঞ্চে, শয্যায়, আসনে, কত দিন কত ক্রীড়া করিল দুজনে । কত কথা, কত গীত, কহিলা, গাইলা । পড়াইলা কত কাব্য বালিকা কুস্থমে কত সাধে, কত মুখে ; পড়িলা আপনি কলকণ্ঠে বিমোহিয়া বালিকার মন । কৈশোরে একদা, স্কৃত্তি কহিল যুবায়; মধ্যাহ্নে মৃগয়া অস্তে, দিবা দ্বিপ্রহরে - একাকী বসিয়া ওই লভিক শিবিৱে । শীতল ছায়ায়;-ক্ষিঞ্চ নীরজ অনিল বহিছে তরঙ্গময় প্রতিধ্বনি তুলি