পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وناوا و ؟ নবীনচন্দ্রের এস্থাবলী । অকস্মাৎ গীতপূর্ণ নির্জন গহবরে ভাসিল চীৎকার ধ্বনি ; ভৈরব গর্জনে কপিল পৰ্ব্বত-রাজ্য ; ভাঙ্গিল হঠাৎ গীতমুগ্ধ যুবকের জাগ্রত স্বপন । একটা তরুতে যুবা পাশ্ব হেলাইয়া সঙ্গীত শুনিতেছিলা—অপলক নেত্র, অনিশ্বাস নাসা, প্রণযন্ত্র আচঞ্চল, বিশ্রামে বঙ্কিম গ্রীব। তরু পরশিয়া — নামিলা নক্ষত্রগতি পৰ্ব্বত-গহবরে । “বাঘ ! বাঘ ! বাঘ “– পুন উঠিল চীৎকার নির্জন কন্দরে । যুবা দেখিলা সম্মুথে সংহারক-মূৰ্ত্তি ব্যাঘ্র রক্তাক্ত বদনে আক্রমিয়া রোষে এক হতভাগ্য নর মুহূর্তে উজ্জল আসি থেলিল বিজলী ; মুহূর্তে শোণিতোস্মত্ত ভীষণ শাৰ্দ্দল দিল লম্ফ আগস্থকে নিনাদি ঘর্ঘর ; মুহূৰ্ত্তেক পরে, ছাড়ি প্রলয় গৰ্জ্জন পড়িল ভূতলে ব্যাঘ্ৰ, অৰ্দ্ধছিন্ন গ্রীব ত্রস্তে অগ্রসরি যুবা দেখিলা বিস্ময়ে ধৰ্ম্মের নিয়টি স্বল্প ! দেখিলা বিশ্বয়ে ছিন্ন গ্রীব, ভিন্ন বক্ষ, দন্তে তৃণ কাটি, চন্দ্রশেখরের সেই বিপ্র নরাধম । চমকি সরিলা যুবা হ’ল রোমাঞ্চিত সৰ্ব্বাঙ্গ : র্কাপিল দেহ খং থর থর । হ’য়ে অগ্রসর ধীরে দেখিলা সস্তয়ে ঘুরিতেছে ব্রাহ্মণের নেত্র তারা