পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচঞ্জের গ্রন্থাবলী । مايو) 8 ○ ষাই তবে-কিন্তু আহা ! রহ এক পল, , দেখিব বারেক স্নান বদন তোমার ; দেখিব শিশিরসিক্ত বিকচ কমল, লারেক দেখিয়া পুনঃ দেখিব না আর । t 9 8 i. যাও তুমি হে স্বভগৈ ! হৃদয় ছাড়িয়া অভাগীর এ যাতনা বাড়ীয়ে না আর ; জন্মেছ কঁদিতে তুমি মরিবে কাদিয়া আমা হতে শশিমুখি ! হবে না উদ্ধা।

密创 আলো স্থতি ! আর কেন ? নয়ন-আসারে, প্রেমের সুবর্ণ রঙে, চিত্রেছ যে ছবি, অতল বিশ্বতি-জলে ডুবাও তাহরে,— দেখিব না আর তারে সাক্ষী শশী রবি ! B': আর কেন অনুতাপ গৃধিনীর প্রায়, থাইছে অন্তর মম মানে না বারণ ? কিসে নাথ ! পাপিষ্ঠের এ জাল যুড়ায় ? “যুড়াইবে", কবি কহে "হও বিস্মরণ” ।