পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । । ుఆళ মৃত্যু চক্রে ; “বাঘ ! বাঘ ”—অত্যুচ্চ চীৎকার ছাড়ি বিপ্ৰ, তেয়াগিল মুমূমু জীবন । শব পার্শ্বে জামু পাতি বসিয়া বীরেন্দ্র, চাহি আকাশের পশনে বলিতে লাগিলা, গলদশ্র, কৃতাঞ্জলিপুটে—“স্তাম্ববান ! তব সূক্ষ্ম নীতি, নাথ দেবজ্ঞানাতীত, কি বুঝিবে ক্ষুদ্র নর ? পতঙ্গ কেমনে বুঝিবে অনন্ত স্থষ্টি-রচনা-কৌশল ? কি দেখিবে জড় নেত্র, জ্ঞানের আলোক না পায় প্রবেশ যথা ? এইরূপে তুমি অন্তরীক্ষে থাকি, পপি পুণ্য ফলাফল করিছ বিধান এই বিশ্ব চরাচরে । * {, ,অন্ধ নর ! দেখিয়াও দেখিতে না পায় ভীষণ অপক্ষপাতী আসি নিয়স্তার, ঝাপ দেয় বহ্নি-মুখে পতঙ্গের মত।” নেত্ৰ নামাইয়া ধীরে দেখিলা যুবক, ব্যাঘ্ৰাধিক ভয়ঙ্কর দক্ষ্য কৃষ্ণকায় দাড়াইয়া পাশ্বে র্তার, নিস্কোষিয়া করে ভীম অসি। দৃষ্টিমাত্র উঠিল শিহরি বীরেঞ্জের বীর বক্ষ, দাড়াইলা যুবা । নিকুম্ভিল যজ্ঞাগারে দাড়াইলা যথা রক্ষকুল-অবতংস রাঘব সমুখে । অথবা মৃগেন্দ্র যথা নিদ্রাস্তে দেখিয়া কালরূপী মহাব্যাধ বিবরের দ্বারে । দস্ত কড়মড়ি দস্থ্য কহিল গর্জিয়া-- “আততায়ি ! নরহত্তা ! বধিলি পথিকে 燃