পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বাজিবে পশ্চিম প্রাস্তে, পূৰ্ব্ব প্রাস্তে তুমি বাজালে বিজয় শঙ্খ, কুই সিংহনাদে কঁাপিবে যবন লক্ষ্মী –কিন্তু বৎস বল দাক্ষিণাত্য, আৰ্য্যবৰ্ত্ত, জিনিয়া কি কাল পশিবে শিবজী বঙ্গে, আসিবে চট্টলে ? নাহি ধরে হেন গতি দেল প্রভঞ্জন, তাড়িতাত্র কিংবা কবি-কল্পনার বাণ ন পরিবে এই রাজ্য ভ্ৰমিতে কেবল এত অল্প কালে,—বহুদূর এখনও যবন পতন, সেই আশা এখনও স্বদূর স্বপন । কিন্তু দুই দিন আর, পিতার অদৃষ্ট তব হবে পরীক্ষিত । মহীযোদ্ধা পৰ্ব গীস ; রূপলক্ষ্মী যদি হন বাম, বল তবে যাইবে কোথায় ?— দাড়াতে স্বচ্যগ্র স্থান পাইবে না, হায় ! জন্মভূমে ; জন্মভূমি-ঘোর-নির্যাতন সহিবে কেমনে ? বল সহিবে কেমনে অসহায় অঙ্গনার সতীত্ব হরণ ?”

  • আর না, পিতৃব্য ” –কহি, অস্বভাব স্বরে, দাড়াইলা তীরবৎ বীরেন্দ্র পরোধে ; cরামাঞ্চিত দেহ, শুনি নারী-নির্যাতন ।

“চলিলাম রণে, পিত:, কর আশীৰ্ব্বাদ, প্রক্ষালিয়া আসি যেন এই তীক্ষ আসি মগ পর্তুগীস রক্তে,—শোণিতপ্রবাহে । কিংবা যেন ভাগি আসি অরতি মস্তকে, নিদ্রা যাই রুপক্ষেত্রে ।” বলিয়া চরণ