পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । , \الاهمواق পিতৃব্যের ভক্তিভরে, চলিলা বীরেন্দ্র । যুবকে ধরিয়া বক্ষে, আশীঘিল,প্রৌঢ়— “যাও বীরপুত্ৰ তুমি, এস ফিরে ঘরে পুিতুসহ রণজরী ; বিজয় পতাকা কাটিয়া আনিও বংস বেঞ্জামিন শির, বালক বালিকাগণ দেখিবে কৌতুক।” শুনি শিহরিলা যুব, চলি দুই পদ ফিরিল! আবার ।–“ব্যাঘ্র হত-বিপ্র-কক্ষে ছিল এই পত্র পিতঃ তব নামাঙ্কিত, ক্ষমিও, ভুলিয়াছিমু দিতে এতক্ষণ ।” কহি, পত্ৰ দিয়া যুব চলিলা সত্বর। .প্রৌঢ় অনিমেষনেত্রে রহিল চাহিয়া বহুক্ষণ ? যেই যুবা বীরেন্দ্র-কেশরী অদৃশু হইল দূর বন-অন্তরালে, ঘোর উচ্চ হাসি পাপী উঠিল হাসিয়া — “বীরভোগ্য বস্থদ্ধর ষে বলে সে মূঢ় ; ধরাতলে নহে বীৰ্য্য বুদ্ধির মতন। বীৰ্য্যবলে কে বেঁধেছে প্রমত্ত বারণ ? যেই জাহ্নবীর স্রোতে মত্ত ঐরাবত ভেসে গেল, জহ মুনি বুদ্ধির কৌশলে করিলা উদরে রুদ্ধ ;-छौदख প্রমাণ, নহে ভূজে, মহাশক্তি মানব উদরে । মুখের ভরসা বীৰ্য্য, বুদ্ধি পণ্ডিতের । বুদ্ধিবলে এ কণ্টক উদ্ধারিকু আজি, নামাইকু এ পাষাণ হৃদয় হইতে । দস্তিক যুবক স্বাও মর গিয়া রণে !