পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতা । 'Jషా & পুণেন্দু-বদন মাত, অৰ্দ্ধেন্দু-শেখরা । উজ্জ্বল ললাট রত্নে, সগৰ্ব্ব বদনে, উন্নত উরসে, দশ স্থসজ্জিত ভুজে, ত্রিভঙ্গ ভঙ্গিম অঙ্গে, রতন কিরীটে, চারু রত্ন আভারণে, খেলিতেছে, মরি । _কি যে মহিমার ছটা, অচিস্ত্য মানৰে । গৌরাগিণী সগরবে চাপিয়া হেলায় কেশরী দক্ষিণ পদে ; সন্ত-ছিন্ন-গ্রীব ভীষণ মহিষাসুর-প্রস্থত দানব,— · ভ্ৰকুটি-ফুটিলানন, ভীম খড়গপাণি,— বামাঙ্গুষ্ঠ,মূলে । শক্তি না ধরে অস্থর— কেশরী-বিজয়ী বীর-টলাইতে বলে একটী চরণাঙ্গুলি । হেন শক্তিধর - দুই যার পদতলে, তার উপাসক— মহাশাক্ত আর্য্যস্থত !—বুঝিতে না পারি এমন নিৰ্ব্বীৰ্য্য হায় হইল কেমনে । এখনো ত ঘরে ঘরে, জননি, তোমার মহিষমৰ্দ্দিনী মূৰ্ত্তি, মহা আড়ম্বরে পূজিছে ভারতবাসী ; তবে কেন হায় তব উপাসকে মাতা হইলে নিদয় ? সে সিংহবাহিনী, সেই দানব-দলনী বল কেন ধাতুময়ী, মুগ্ময়ী, পাষাণী ? কেন এই বিড়ম্বন ? শোভে মধ্যস্থলে অষ্টধাতুময়ী হর্গা । শোভে হই পার্শ্বে ভারতী রজতময়ী, কনক কমলা কনক কমলাসনে,—ত্রিভঙ্গ মূরভি ।