পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । e 》 প্রসারিয়া সুশীতল শু্যাম চন্দ্ৰাতপ । আছে পুষ্প নানা জাতি, নানা বর্ণ লতা, যোগাইতে আভরণ, নিত্য, মুবাসিত— কি ছার তাহার কাছে রতন-ভূষণ ! আছে বনে কুরঙ্গিণী, সরলা সঙ্গিনী, হিঙ্গিনী কলকণ্ঠ জীবন্ত রাগিণী । রননি বাসিনী সীতা, কি চিত্র মুদ্রদর, কি মুখ, কি শাস্তি, কিবা অশ্রান্ত প্রণয় ! আমার একই ঈর্ষা, একই বাসনা – সেই বন মুবাসিনী, সেই বনবাস । সেই রূপে, ভগবতি, ভ্ৰমি বনে বনে প্রাণেশের ছায়া রূপে ; নিঝরিণী কোলে বুলিয়। মনের স্বথে গাথি ফুলহার সজাইতে পরস্পরে ; পূজি অম্বিকারে ভাসইয়া রক্তজবা, টগর, কাঞ্চন, স্থলপদ্ম, কৃষ্ণচুড়, নিঝরিণী জলে । হে কাঞ্চীর কুলে শীতল ছায়ায়, দরে অঙ্কেতে রাখি নিদ্রিত নাথের মুদিত বদন-পদ্ম, নিরখি সে শোভা, অতৃপ্ত, অশ্রান্ত নেত্রে, প্রেম-মুগ্ধ মনে । সয়াহে শেখরে বসি, গলায় গলায়, . প্ৰণেশের অংসোপরে রাখিয়া বদন, দূর গিরি অন্তরালে, নিবৃপ্তি কেমনে অন্ত যান রবি, রঞ্জি চারু নীলাম্বর, তরল সুবর্ণে, রঞ্জি পৰ্ব্বতশেখর। ভগবতি, এ স্বপ্ন কি ফলিবে আমার ?