পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१०९ নবীনচন্দ্রের গ্রন্থাবলী { ছুটিছে বালুক করকার মত স্বেদাক্ত অশ্বের চরণে লেগে,— • { “পশিয়া মোগল 4. ভিতরে, থামিল নবাব শিবির আগে ; কহিল গম্ভীরে—যোদ্ধা এক জন নবাবের কাছে দর্শন মাগে ' ' দুৰ্দ্দস্তি নবাব বসিয়া শিৰিরে, সেনাপতিবৃন্দ বসিয়া আগে ; কৃতাঞ্জলিপুটে কহিল প্রহরী, , ‘যোদ্ধা একজন দর্শন মাগে ।” ومنا

  • গুরু পদ-শব্দ, অস্ত্র ঝনৎকার, শুনিলা নবাব भूहूé পরে ; দেখিলা বিস্ময়ে মুহূৰ্ত্তেক পরে

বীরমূৰ্ত্তি এক অদৃষ্ট নরে । বৰ্ম্মবৃত যোদ্ধ আপাদমস্তক, ’ কাটবন্ধে ঝোলে ভীষণ আসি, বাম করে শেল, পৃষ্ঠেতে ফলক, বুজতে মণ্ডিত, উজ্জ্বল শশী ।

  • জ হাপনা ! আমি জাতিতে ব্ৰাহ্মণ, মুকুট রায়ের হিতৈষী আমি, সহায় আমার ত্রিশূলধারিণী, সম্পদ কেবল কৃপাণ খানি - ,