পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՀ8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আবেশে আলিঙ্গি গ্রীব, অলক্ত বসনে অৰ্দ্ধ অনাবৃত সেই পূর্ণ বক্ষঃস্থল ;– বিহবল জুমিয়া । ধরি প্রণয়িনী কর নাচে হুখে বন-নাচ, গায় বন-গীত, তরঙ্গে তরঙ্গে রঙ্গে গায় প্রতিধ্বনি, নাচিয়া নাচিয়া গিরি শেখরে শেখরে । দূর হতে বোধ হয় নাচিছে সমীরে রক্ত-জবা-হার উচ্চ পৰ্ব্বত-শেখরে । এই বনদেব, এই অশ্বখ পাদপ, কাননের কল্পতরু । ইহার ছায়ায় । অপুত্র-বসিয়া থাকে পুত্র-কামনায় । ঝরিলে একটা ফুল, একটা পল্লব, পূর্ণ মনস্কাম, যেন সদ্য পুত্রবর্তী, ৰায় ঘরে ফিরে বামা প্রফুল্ল অস্তরে কাননের মুখ-দুঃখ-সাক্ষী তরুবর,— পুল্লহীন মাতা, পতি-বিহীন ভামিনী, জুড়ায় দারুণ শোক কাদি তরুমূলে । ইহার ছায়ায় বসি ভাবী দম্পতির প্রথম প্রণয় কথা, প্রথম চুম্বন— মানব-জীবনে সেই মুখের বিজলী ; মুহূৰ্ত্ত,--মুহূৰ্ত্ত মৰ্ত্ত্যে স্বর্গের প্রকাশ । এই তরু সমশ্রিত পবিত্র লতায়, এই খানে পরিপামে প্রণয় বন্ধনে, বাধে পরস্পরে স্থথে । যদি প্রেমাৰণশে অবিশ্বাস কাল মেঘ দেখা দিল আসি, এই খানে সে বন্ধন হয় বিমোচন ।