পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* aér উদ্ধাহ-উৎসবে, তরু কত পুষ্প দাম পরেন গলায় ; কত পতাকা সুন্দর— বিচিত্র বিবিধ-বৰ্ণ -শোভে ডালে ডালে ; কত শত দীপমাল, শুভ্ৰ, অভ্রাধারে পাতায় পাতায় শোভে জোনকির মত । কুঞ্জে, কুঞ্জে, শাখা-স্তম্ভে, শোভে দীপ-হার ; দীপাধিক সমুজ্জ্বল শোভে গৌরীগণ, সজ্জিত কুসুম দামে,–কুমুম-কে মিলা । উৎসলে উন্মত্ত হাসি, কলকণ্ঠ ধ্বনি, মধুর পঞ্চমে ভাসে নৈশ সমীরণে প্লাবিত করিয়া শৃঙ্গ সঙ্গীতে, সুরায় ; দিবসে উৎসব-স্রোত শেখর হইতে নামে কালিন্দীর নীরে, প্রশস্ত গহবরে । বেষ্টিত বিশাল উচ্চ পৰ্ব্বত:প্রাচীরে, শোভিছে কালিন্দী, যেন ক্ষুদ্র পারাবার, গভীর নীলিমাময়ী, শূন্ত অবয়ব । নামিছে পূরবে এক সলিল-প্রপাত বিকাশি স্ফটিক ছটা পশ্চিম ভাস্করে, উত্তরে নিৰ্ম্মল স্রোতে যাইছে বহিয়া । আসলিল গিরি-মূলে আছে প্রসারিত দুৰ্ব্বার গালিচাখানি—শুামল; কোমল । অবগাহে পতি পত্নী, যুবক যুবতী, বালক বালিকা,-ছোট বড় নানা ফুল ; শোভে কালিন্দীর নীরে ডুবিয়া, ভাসিয়া কেহ পান করে, কেহ জলে দেয় ঝাপ, সাতারিয়া তীরে উঠি পুনঃ করে পান।