পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২৬ - নবীনচন্দ্রের গ্রন্থাবলী পুনঃ স্নান, পুনঃ পান ;—মরি অাকর্ষণ, তীরে শৈল-জুরা, নীরে শৈল-মুতাগণ । কামিনীর কল নাদ, উচ্চ বঁাশী রবে ক্রীড়াশীল সুমধুর শিশুর চীৎকার, গম্ভীর স্থবির-কণ্ঠ,—মিশি একতানে, • করে কালিনীর বক্ষ প্রতিধ্বনিময় ! প্রমোদ তরণী কত, রঞ্জিত কেতনে, ছুটে বিদারিয়া বক্ষ ; কোথায় রূপসী বসি কর্ণ করে ; রক্ত বক্ষ-বাস বাহি ঝুলিতেছে সদ্য-স্নাত বিমুক্ত কবরী । ঘবে কোন প্রতিবাসী বহুজাতি সহ মাতে এ পৰ্ব্বতবাসী ভীষণ আহবে, পূজি বন-দেবগণে এই তরুতলে, 輸 বন-পগু রক্তে শৃঙ্গ করিয়া রঞ্জিত, তখন ধরেন তরু শোভা অন্ততর— বীর-বেশ । ডালে ডালে ঝোলে তরবার, খড়গ, চৰ্ম্ম, বৰ্ম্ম, শেল, ভীষণ কুঠার, ভীমস্ত্রে বিবিধ জাতি । রণ-চক্কারাবে, হয় গিরি বিকম্পিত, গর্জিত, শঙ্কিত ; আতঙ্কে বিবরে পশে বন-পশুগণ । সঞ্জ-হ, বন-মৃগ অপি হোমানলে পুঙ্গান্তে, সশস্ত্র স্বর-মত্ত ষেদ্ধ দল করে প্রদক্ষিণ বহ্নি, একে, একে, একে ; করে উদযাপন এই সঙ্কল্প ভীষণ,— “না বিনাশি যদি শত্রু এই মৃগ মত, এই মৃগ মত যেন হই রণে হত ।