পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૨ઝ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বাজিবে সায়াহ্নে শঙ্খ কেমন গম্ভীরে, কাংস্ত করতালি ঘণ্টা মৃদঙ্গের সহ ! চক্রে চক্রে কি মুন্দর কালিন্দীর নীরে নামিবে সোপানাবলি / আনন্দে প্রভাতে গাইবেক গঙ্গাষ্টক যবে বিপ্ৰগণ, অবগাহি কালিন্দীর সুশীতল নীরে, কিবা ভক্তি’রসে মন হইবে মগন । মায়ের বাসস্ত্রী কিংবা শারদ উৎসবে কি শোভা নগেন্দ্র-বৃন্দ করিবে বিকাশ আসিবেন যবে মাত নগেন্দ্র-নন্দিী অকৃত্রিম পিত্রালয়ে ! ভাবিতে না পারি বাসস্ত শারদ চন্দ্র কি শোভা বিস্তার করিবেক শৃঙ্গে শৃঙ্গে, কালিন্দীর নীরে । • ওই শৃঙ্গে তমৗলের কদম্বের তলে দোলায় দোলাবে যবে, ঘুরাইবে কাসে, আনন্দে জুমিয়া বালা প্রেমিক যুগলে, কি শোভ হইবে বল ; কিবা শোভা বল কালিন্দী উত্তর-তীরে ওই শৃঙ্গে যদি বিরাজে কেতন-শীর্ষ নৃপতি-ভবন । ধৰ্ম্মধিকরণ শোভে ধদি অস্ত তীরে, রক্ষিত ভীষণ দুর্গে ! ভেরীর ঝঙ্কারে দিবসের অষ্ট যাম করিবে জ্ঞাপন ; ভাঙ্গিবে নৃপতি-নিদ্রা মধুর নিনাদে কলিন্দীর বক্ষ বাছি বীর-বৈতালিক । সায়াহ্নে, প্রভাতে, যবে মুছল কিরণ হসিবে স্বাসনে রত সৈনিকু কপাশে,