পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী qved মধুর ঝঙ্কার পূর্ণ, কত স্থললিত, লাগিত বালক কুর্ণে শঙ্কর এখনো দেখিলে সে অপার্থিব দৃশু মনোহর, শৈশব স্মৃতিতে ভরে উন্মত্ত হৃদয় ; কাদি বালকের মত । সেই স্কৃতি স্রেতে আত্ম-হারা কত দিন ভাবিয়াছি মনে জনক জননী মূৰ্ত্তি করিব স্থাপন, নিৰ্ম্মাইয়। মনোহর পবিত্র মন্দির । নিত্য নিত্য গৃহে মম হইবে পূজিত যুগল প্রতিমা, সেই মন্দির ছায়ায় ক্ষুধাৰ্ত্ত পাইবে অন্ন, বিদ্যার্থ তেমন— দরিদ্র, পিপাসাতুর—পাবে অধ্যয়ন । কিন্তু ফলিল না স্বপ্ন ! পবন-তাড়িত ওই কলিনীর ক্ষুদ্র হিল্লোলের মত সব অাশা আজি যেন যাইছে মিশিয়া মায়ের নিষ্ফল স্নেহ, পিতার বিষাদ, প্রণয়িনী পরিতাপ’— - কি দৃশু সম্মুখে । কালিনীর নীলিমায় পশ্চিম তপন । ছড়াইছে ক্রমে ক্রমে কিবা সমুজ্জল তরল অনল বিভা ! তরল অনলে খেলিছে হিল্লোলমালা ঝলসি নয়ন, যেন সংখ্যাতীত তপ্ত কাঞ্চন সফরী। স্থানে স্থানে শোভে-ক্ষুদ্র ধীবরের তরী ঈষদে নাচিয়া সেই অনল হিল্লোলে । ঈষদে নাচিয়া শোভে শৈলজার চারু