পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশল্পঞ্জিনী । ሜዳ g ভুলিয়ছি আমি কি হে মায়ার স্বপনে ? অথবt ভবিতব্যতা, দূর ভবিষ্যৎ কথা, কি হইবে, কি না হলে, বলিব কেমনে ? নহে কিছু অসম্ভব ফলিবে স্বপন, বিশ্ববিদ্যালয়-রুক্ষে ফলেছে যেমন । ভগ্নাশ বিদেশী । পোহাইল বিভাবী ; প্রকৃতি সুন্দরী ধরেছেন কিবা বেশ, চিত্তমুগ্ধকরী ! পুলকে বিহঙ্গকুল বসিয়া কুলায়, সঙ্গীঠ স্বধায় মরি । জগৎ জাগায় ভাসিছেন বসুন্ধরা আনন্দ-সাগরে, কেবল আভাগ কেন বিষগ্ন অস্তরে ? নিশিশেষে কেন এত বাড়িল যতন ? কেন বহে অশ্রুধারা, বল না কল্পনা ? বৎসরেক যে বাসনা জাগিত অস্তরে, কাদিতাম, হাসিতাম, যাহা মনে করে, সে আশা-কুসুমকলি শুকায়ে এবার, ঝরিল দীনতা-তাপে কে রাখিবে আর ? কি সে আশা, কি বাসনা, বলিব কহারে ? অভাগীর মত দুঃখী কে আছে সংসারে ? জননীবিরহে যার দহিছে হৃদয়, e জন্ম ভূমি ! নিদারুণ পাপিষ্ঠ নির্দয়, যদি কেহ থাকে আহা ! আমার মতন, ।